Logo

তিন দিন পর খুললো ব্যাংক, টাকা তুলতে গ্রাহকদের উপচে পড়া ভিড়!

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুলাই, ২০২৪, ০১:২২
62Shares
তিন দিন পর খুললো ব্যাংক, টাকা তুলতে গ্রাহকদের উপচে পড়া ভিড়!
ছবি: সংগৃহীত

তিন দিন বন্ধ থাকার পর অবশেষে আজ খুলেছে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো

বিজ্ঞাপন

তিন দিন বন্ধ থাকার পর অবশেষে আজ খুলেছে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর তাতেই উপচে পড়া ভিড় দেখা গেছে ব্যাংক গুলোর প্রতিটি শাখাতেই। 

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ায় সারাদেশ জুড়ে শুক্রবার রাত ১২ টা থেকে হঠাৎ করেই জারি করা হয় কারফিউ। সরকারের জারি করা কারফিউতে টানা তিন কার্যদিবস বন্ধ থাকার পর অবশেষে আজ খুললো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

তবে, মোবাইল ফিন্যান্স কোম্পানি এবং এটিএম বুথে এখনো মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এ কারণে ব্যাংক খোলার প্রথম দিনেই শাখায় শাখায় গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানান, বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। একই দিনে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে সব অফিস।

এরই ধারাবাহিকতায় আজ খুলেছে ব্যাংকসহ সমস্ত অফিস আদালত। তবে বুধবার রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকা ঘুরে এ দেখা যায়,  দু-একজন টাকা জমা দিতে এলেও বাকি সব গ্রাহকই এসেছেন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে।

বিজ্ঞাপন

ব্যাংকে আসা কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানা যায়, গত কয়েক দিন ব্যাংক বন্ধ থাকায় তারা টাকা তুলতে পারেননি। এতে তাদের বেশ সমস্যা পোহাতে হয়েছে। তাই আজ ব্যাংক খোলার কথা শুনেই তারা চলে এসেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD