Logo

আমাদের আন্দোলন চলবে: সমন্বয়ক হাসনাত

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৪, ০৫:০৫
158Shares
আমাদের আন্দোলন চলবে: সমন্বয়ক হাসনাত
ছবি: সংগৃহীত

বিকেলে তার সামাজিকমাধ্যম ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজত থেকে মুক্ত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে তার সামাজিকমাধ্যম ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেখানে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই। এই গণগ্রেপ্তার গণঘৃণার নামান্তর।আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে, যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন। এই গণগ্রেপ্তার শুধু নিরপরাধ মানুষের অধিকার হরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের ওপর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন। এটি মুক্তচিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত।”

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, “আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আমাদের আন্দোলন চলবে: সমন্বয়ক হাসনাত