Logo

শিক্ষার্থীদের পাশে দাঁড়াল হাবিব উল্লাহ কাঁচপুরী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৪, ০৩:৫৯
51Shares
শিক্ষার্থীদের পাশে দাঁড়াল হাবিব উল্লাহ কাঁচপুরী
ছবি: সংগৃহীত

বৈষম্য ছাত্রআন্দোলনের প্রথম থেকে নানা ভাবে সহযোগিতা করেছেন তিনি।

বিজ্ঞাপন

ছাত্রজনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ-পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গেছেন। সড়ক থেকে সরে গেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করতে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণে করছেন। সিগন্যাল না মানলে চালককে বাধা দিচ্ছেন। এতে ট্রাফিকবিহীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে। রাস্তায় বড় যানজটও দেখা যাচ্ছে না। 

গাড়ি চলাচলে সাহায্য করা শিক্ষার্থীরা রাস্তায় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সতর্ক করছেন। পাশাপাশি রাস্তা পরিষ্কারের কাজও করছেন ছাত্রছাত্রীরা। স্ব-উদ্যোগে নিয়োজিত এসব স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়িয়েছে কে.এম.এস প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হাবিব উল্লাহ কাঁচপুরী। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) সকালে নারায়নগঞ্জ ও সাইবোর্ড  আশপাশে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় হাবিব উল্লাহ কাঁচপুরী। বৈষম্য ছাত্রআন্দোলনের প্রথম থেকে নানা ভাবে সহযোগিতা করেছেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের টানা আন্দোলনে পাশে ছিলাম, আছি যে কোনো প্রয়োজনে আমি তাদের পাশে থাকবো। আমি সমার্থ অনুযায়ী তাদের খাবারে ব্যবস্থা করছি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, তারা অনেক কষ্ট করে দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। তাদের আন্দোলনের কারণে নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ। 

উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD