Logo

দেশের ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৪, ০৬:৫৮
294Shares
দেশের ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার
ছবি: সংগৃহীত

প্রত্যাহারের পাশাপাশি একই আদেশ তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

দেশের ২৫টি জেলার প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষর করা করা প্রজ্ঞাপনে ১৭ জেলা এবং সিনিয়র সহকারী সচিব শিমুল আকতার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে আট জেলার প্রশাসককে প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

প্রত্যাহারের পাশাপাশি একই আদেশ তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

প্রত্যাহার হওয়াদের মধ্যে রয়েছে- ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার , চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাদঁপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিসি পদ থেকে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভিন্ন দফতরে উপসচিব পদে বদলি করা হয়েছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD