Logo

বন্যার্তদের জন্য ত্রাণ দিতে টিএসসিতে মানুষের ঢল

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৪, ০২:৩৯
46Shares
বন্যার্তদের জন্য ত্রাণ দিতে টিএসসিতে মানুষের ঢল
ছবি: সংগৃহীত

শনিবার (২৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, টিএসসিতে চারদিকে ভিড় পড়ে গেছে

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে আসছেন বিপুলসংখ্যক মানুষ।

শনিবার (২৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, টিএসসিতে চারদিকে ভিড় পড়ে গেছে। কোনো জনসভা, প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাক এসে দাঁড়ালে সঙ্গে সঙ্গেই ত্রাণসামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ হেঁটে, কেউ রিকশায় করে সামর্থ অনুযায়ী বন্যার্তদের সহায়তা করতে ছুটে আসছেন টিএসসিতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হিসাব অনুযায়ী, শুক্রবার (২৩ আগস্ট) রাত পর্যন্ত ১ কোটি ৪২ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পর্যাপ্ত পোশাক আছে। এখন ওষুধ, রিচার্জেবল লাইট, পাওয়ার-ব্যাংক, মোমবাতি প্রয়োজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাংলাদেশ-সংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এতে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয় ত্রিপুরা রাজ্য সরকার। ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করে ফেনী।

এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD