Logo

হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই পুরো সিস্টেমের বিরুদ্ধে: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩০
65Shares
হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই পুরো সিস্টেমের বিরুদ্ধে: কাদের
ছবি: সংগৃহীত

আমরা দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছিলাম।

বিজ্ঞাপন

আমাদের লড়াই শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই পুরো সিস্টেমের বিরুদ্ধে বলে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, “আমাদের লড়াই ফ্যাসিস্ট অবকাঠামোর বিরুদ্ধে। সিস্টেমের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।”

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

সমন্বয়ক কাদের বলেন, “আমরা দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছিলাম। আমরা বিচার চেয়ে কোথাও বিচার পাইনি। আমাদের নিরাপত্তার বদলে উল্টো আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন করেছে। হয়রানি করেছে। আজ সেই হাসিনা পালিয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমাদের ছাত্র সমাজ রক্ত দেওয়া শুরু করেছিল বলেই, তরুণরা আশা জাগিয়েছিল বলেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের সেই আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আব্দুল কাদের বলেন, “ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মূল সমন্বয়কদের বেশিরভাগ কুমিল্লার। তারা হাসিনার বিভিন্ন বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছিলেন। স্বৈরাচার হাসিনার পতনে এই কুমিল্লাবাসীর অবদান আমরা ভুলে যাইনি। আমাদের ডাকে কুমিল্লার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে।’

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD