রাজউকের ৪ কর্মকর্তাকে বদলি

অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত বলে বিবেচ্য হবেন
বিজ্ঞাপন
জনস্বার্থের কথা উল্লেখ করে চার কর্মকর্তাকে নিজ দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন এক অফিস আদেশের মাধ্যমে এই চার কর্মকর্তার বদলি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন জানান, এই চারজনের বদলির ফলে আগের কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে অব্যাহতিপত্র গ্রহণপূর্বক বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত বলে বিবেচ্য হবেন।
জানা গেছে, সহকারী পরিচালক চিত্ত রঞ্জন চৌধুরীকে বদলি করে এস্টেট ও ভূমি-১ এ দেওয়া হয়েছে, উচ্চমান সহকারী নাসির উদ্দিন চৌধুরীকে বদলি করে পরিচালক জোন ৭ এ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
একইভাবে ডাটা এন্ট্রি অপারেটর আসলাম আলী শেখকে বদলি করে উপপরিচালকের (এস্টেট ও ভূমি-১) দপ্তরে দেওয়া হয়েছে এবং কম্পিউটার অপারেটর কামরুল ইসলামকে বদলি করে উপপরিচালকের (এস্টেট ও ভূমি-২) দপ্তরে দেওয়া হয়েছে।
এমএল/