দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

অনেকেই জানতে চেয়েছেন আমি কবে দেশে আসবো। তাদের উদ্দেশে বলতে চাই খুব শীঘ্রই দেশে ফিরছি
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশের মাটিতে পা রেখেছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক মিজানুর রহমান আজহারী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন।
বুধবার (২ অক্টোবর) বিকালে তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এই পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গেল ৬ আগস্ট নিজের ভেরিফাইড সামাজিকমাধ্যম ফেসবুক পেইজে ২৪ মিনিটের ভিডিওটির এক পর্যায়ে মিজানুর রহমান বলেছিলেন, “অনেকেই জানতে চেয়েছেন আমি কবে দেশে আসবো। তাদের উদ্দেশে বলতে চাই খুব শীঘ্রই দেশে ফিরছি।”
আরও পড়ুন: সার-গ্যাসের সংকট হবে না: সালেহউদ্দিন
বিজ্ঞাপন
সেই ঘোষণা মোতাবেক দেশে এলেন আজহারী। এতোদিন তিনি মালয়েশিয়া অবস্থান করলেও বিভিন্ন দেশে ইসলামিক কনফারেন্সে যোগ দেন এবং আলোচনা রাখেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








