Logo

দুর্নীতি করে কেউ পার পাবে না: বিমানের এমডি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৪, ০২:৫৫
28Shares
দুর্নীতি করে কেউ পার পাবে না: বিমানের এমডি
ছবি: সংগৃহীত

কেবিন ক্রু থেকে শুরু করে সব বিভাগেই কঠোরভাবে নজরদারী এবং জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা সম্পাদক ড. মো. সাফিকুর রহমানের বলেছে,  সকলকে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। 

বুধবার (১৬ অক্টোবর) এটিজেএফবি’র নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সকলে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। ওটিপি গত মাসের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। কেবিন ক্রু থেকে শুরু করে সব বিভাগেই কঠোরভাবে নজরদারী এবং জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। 

বিজ্ঞাপন

আমরা চাই বিমানের উন্নত হোক। বাংলাদেশের উন্নয়ন হোক। আমাদের দায়িত্ব হলো পরবর্তি প্রজন্মের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। এ জন্য অবাধ তথ্য সরবরাহের বিকল্প নেই। স্বচ্ছতা এবং জবাহদিহিতা নিশ্চিত করা খুবই জরুরী। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এটিজেএফবি এস সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বিপ্লব, সহ সভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, নির্বাহি কমিটির সদস্য খালিদ আহসান, মাসুদ রুমী, সিনিয়র সদস্য রিতা নাহার, আবুল আজাদ সোলায়মান, পারভেজ নাদির রেজা, কামরান সিদ্দিকী, শহিদুল আলম প্রমুখ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD