মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছে ভারত

এদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে আবদ্ধ
বিজ্ঞাপন
আহলে সুন্নাত ওয়াল জামাআতের নির্বাহী মহাসচিব শাইখুল হাদিস মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বলেছেন, ভারত সরকার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সার্বভৌমত্ব রক্ষায় সুন্নি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আধিপত্যবাদ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে এসব কথা বলেন তিনি। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার মধ্যে দিয়ে সার্বভৌমত্বকে হুমকির প্রতিবাদে এ মানববন্ধন আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বলেন, বাংলাদেশের মুসলমানরা হাজার বছর ধরে ইসলামের উদার দর্শন সুফিধারায় বিশ্বাসী। এদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে আবদ্ধ। অথচ ভারত সরকার এবং তাদের সংবাদমাধ্যমগুলো সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো প্রকার ছাড় নয়। ছোট-বড় কিংবা প্রতিবেশী যেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে জীবনের বিনিময়ে হলেও ওলামায়ে কেরাম তা প্রতিহত করবে। ভারতের প্রতি আমাদের কোনো ধরণের বিদ্বেষ নেই। তাই ভারতের সরকার ও জনগণেরও উচিত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় অন্যান্য বক্তারাও বলেন, যারা নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাদের অন্যদের নিয়ে মাথা ঘামানো উচিত নয়। বাবরী মসজিদ ধ্বংস, গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা, কাশ্মীরের মুসলমানদের ওপর নির্যাতনের ইতিহাসের মত কোনো কালো অধ্যায় বাংলাদেশের নেই। সকল ধর্মের মানুষের কাছে অত্যান্ত শ্রদ্ধার তীর্থস্থান আজমীর শরীফের হযরত খাজা মইনুদ্দিন চিশতি (রহ.)'র মাজারকে হিন্দু মন্দিরের অংশ দাবি করে হিন্দুসেনা প্রধান বিষ্ণু গুপ্তর মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
শায়খ সৈয়দ মুহাম্মদ হাসান আযহারীর সভাপতিত্বে এবং মুহাম্মদ আরিফুল ইসলাম সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রভাষক শায়খ মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী, আইনজীবী হেলাল উদ্দিন, আহলে সুন্নাতে দফতর সচিব মুফতি আবদুল হাকিম নঈমী, মাওলানা হাবিবুর রহমান কাদেরী, সিএ ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, মাওলানা মুফতি মাসউদ হোসাইন, জাবের হোসাইন প্রমুখ।
বিজ্ঞাপন
এমএল/








