Logo

পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তসহ ৮ দাবি ভুক্তভোগী পরিবার-স্বজনদের

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৪:৪১
27Shares
পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তসহ ৮ দাবি ভুক্তভোগী পরিবার-স্বজনদের
ছবি: সংগৃহীত

এ সময় তারা নিজেদের ৮ দফা দাবির কথাও তুলে ধরেন

বিজ্ঞাপন

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে তৎকালীন নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার পুনঃতদন্ত ও জেলখানায় বন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার-স্বজনেরা। এ সময় তারা নিজেদের ৮ দফা দাবির কথাও তুলে ধরেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা-স্বজনরা এ দাবির কথা জানান।

বিজ্ঞাপন

এ সময় তারা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের জন্যই নির্মম এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল। অনেক বন্দির সাজা সমাপ্তি হলেও তাদের বিনা বিচারে আটকে রেখে নির্মম নির্যাতন করা হচ্ছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরও বলেন, বিডিআর জওয়ানদের চাকরিতে থাকাকালীন প্রচলিত আইনে গ্রেফতার করা বা মামলা দেওয়ার কোন আইন নাই। কারণ, বিডিআরের নিজস্ব একটা আইন আছে। এরপরও সেটাই করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় তারা ৮ দফা দাবি জানান। দাবিগুলো হলো-

বিজ্ঞাপন

১. স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল করতে হবে।

২. ১৬ বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের কারামুক্তি।

বিজ্ঞাপন

৩. হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করা।

বিজ্ঞাপন

৪. নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দোষীদের শাস্তির আওয়াত আনতে হবে।

বিজ্ঞাপন

৫. সব বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮৫২০ জন) চাকরিতে পুনর্বহাল করা।

বিজ্ঞাপন

৬. সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন, ভাতা, পেনশন) ও পুনর্বাসন করা।

৭. ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলস নাম পুনঃস্থাপন করা।

বিজ্ঞাপন

৮. ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করা।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD