Logo

ভূমিসেবায় ডিজিটাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে: ভূমি উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৭
26Shares
ভূমিসেবায় ডিজিটাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে: ভূমি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ভূমিসেবা সহজীকরণে এটি একটি সময়োপযোগী উদ্যোগ

বিজ্ঞাপন

মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন। এই অধিকার নিশ্চিত করতে ভূমিসেবায় ডিজিটাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমিসেবা সহজীকরণে এটি একটি সময়োপযোগী উদ্যোগ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় উপদেষ্টা বলেন, ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা, নিরাপত্তা ও আধুনিকায়নের ওপর অনেক মানুষের সামাজিক-অর্থনৈতিক জীবনযাত্রা সরাসরি প্রভাবিত হয়ে থাকে। ভূমিসেবার জন্য জনগণকে প্রতিনিয়ত ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস তথা এসিল্যান্ড অফিসে যেতে হয়। তাই দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো অত্যন্ত গভীরভাবে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ভূমি তিনি বলেন, নিজেদের সত্ত্বা টিকিয়ে রাখতে  প্রশিক্ষণলব্ধ জ্ঞান জনসেবায় কাজে লাগাতে হবে। ডিজিটাইজ সেবা দিতে ডিভাইসের পেছনে যে মানুষটি কাজ করবে তাকেও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে প্রকৃত সেবা দেওয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, সার্ভারের ধীরগতির জন্য অনলাইন ভূমিসেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশ গতিসম্পন্ন হয়েছে। নাগরিকরা নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন। সেবা গ্রহিতাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। মানসম্মত সেবা দেওয়ার জন্য সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিম।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD