রোজার পর জানা যাবে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত : আসিফ মাহমুদ

সরকার নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিজ্ঞাপন
অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রোজার পর এ বিষয়ে জানা যাবে।’
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নে সফরকালে তিনি এ কথা বলেন। সফরের অংশ হিসেবে বিকেলে তিনি বাঙ্গরা বাজার থানা সদর ও আমতলী এলাকায় দুইটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
এরপর আকুবপুর হাজী ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ার কিছু নেই। সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।’
এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথাও তুলে ধরেন। ছিনতাইয়ের ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেগুলোও দ্রুত নিয়ন্ত্রণে আসবে।’
বিজ্ঞাপন
রাতের দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরের সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরকারি এই সফরে তার সঙ্গে ছিলেন একান্ত সচিব মো. আবুল হাসান, জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম, ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহফুজুল আলম ভূঁইয়া ও ব্যক্তিগত সহকারী মো. মহিউদ্দিন রিয়াজ।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, মুরাদনগরের আকুবপুর গ্রামের কৃতিসন্তান আসিফ মাহমুদ গত বছরের ৮ আগস্ট অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় উপজেলা সফর।
বিজ্ঞাপন
এসডি/








