Logo

সংসদ নির্বাচনে প্রক্সি ভোটের সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা

profile picture
জনবাণী ডেস্ক
১১ মার্চ, ২০২৫, ০৫:১৫
57Shares
সংসদ নির্বাচনে প্রক্সি ভোটের সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত

সেই নমিনি কেন্দ্রে ভোট দিতে পারবেন

বিজ্ঞাপন

আগামী সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন। 

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, একটা অ্যাপস তৈরি করা হবে। প্রবাসীরা সেখানে নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবে এবং সেই নমিনি কেন্দ্রে  ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

এর আগে, কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বিজ্ঞাপন

ওই বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আর এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। 

বিজ্ঞাপন

আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার।

বিজ্ঞাপন

এরপর সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও তারা জানতে চেয়েছিলেন আমাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে। তারা সহায়তা করতে চান। আমরা যা যা করছি, সেসব বিষয়ে জানানো হয়েছে তাদের।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সংসদ নির্বাচনে প্রক্সি ভোটের সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা