Logo

দগ্ধদের সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট জানালো সেনাবাহিনী

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুলাই, ২০২৫, ০৪:৩২
35Shares
দগ্ধদের সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট জানালো সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

সেনাবাহিনী ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ০৯ জন আহত ব্যক্তি সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেনাবাহিনী। নিহতদের মধ্যে বিমানচালক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও রয়েছেন।

সোমবার (২১ জুলাই) বিকেলে সাড়ে ৬টায় সিএমএইচে হতাহতদের চিকিৎসার সর্বশেষ আপডেট জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিজ্ঞাপন

সেনাবাহিনী ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ০৯ জন আহত ব্যক্তি সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া ১৪ জন সেনা সদস্য, ১ জন পুলিশ সদস্য এবং ১ জন ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

এসডডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

দগ্ধদের সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট জানালো সেনাবাহিনী