ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বাড়ছে শাস্তির মাত্রা, নিষিদ্ধ পোস্টার ব্যবহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩ সেপ্টেম্বর) খসড়া বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে সর্বোচ্চ ১৬ ফুট আয়তনের বিলবোর্ড ব্যবহার করে প্রচারের অনুমতি থাকবে, যেখানে প্রতি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড স্থাপন করা যাবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে এবং প্রার্থিতা বাতিলের ধারা স্পষ্টভাবে যুক্ত করা হয়েছে। তবে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংশোধিত বিধিমালায় ধারা সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে ৩১টি করা হয়েছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রচারণা কনটেন্ট তৈরি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পলিথিন, রেকসিন বা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সদস্যসহ সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। প্রার্থীরা কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের সংবর্ধনাও গ্রহণ করতে পারবেন না। নির্বাচনকালীন সময়ে ড্রোন, কোয়াডকপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাকে আগাম অবহিত করতে হবে এবং এর ব্যয় নির্বাচনী খরচ হিসেবে জমা দিতে হবে। ঘৃণাত্মক ভাষা, ব্যক্তিগত আক্রমণ বা নারী ও সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে।
ইসির একাধিক কর্মকর্তা মনে করছেন, পোস্টার নিষিদ্ধ হওয়ায় নির্বাচনী পরিবেশে দৃশ্যমান প্রচারণার আমেজ কমে যেতে পারে, তবে বিলবোর্ড ব্যবহারের কারণে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
এএস








