Logo

ভুল হতে পারে, কিন্তু নির্বাচনে অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:০৯
39Shares
ভুল হতে পারে, কিন্তু নির্বাচনে অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার অঙ্গীকার করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

বিজ্ঞাপন

আসন্ন নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার অঙ্গীকার করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, নির্বাচনে ভুল হতেই পারে, তবে কোনো ধরনের অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসি মাছউদ আরও বলেন, "আমরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু ভোট চাই। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকদের জন্য কাজ সহজ করতে কমিশন এমন পদক্ষেপ নেবে, যা সবার জন্য কল্যাণকর হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করবে।"

সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ আরএফইডি’র সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD