Logo

জাতীয় আস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইসি আনোয়ারুল

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৪১
33Shares
জাতীয় আস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইসি আনোয়ারুল
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সমাজে আস্থার জায়গায় এখন কেউ নেই, যা জাতীয় সংকটে পরিণত হয়েছে। তিনি নিজেও দাবি করেননি যে তিনি আস্থার জায়গায় আছেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সমাজে আস্থার জায়গায় এখন কেউ নেই, যা জাতীয় সংকটে পরিণত হয়েছে। তিনি নিজেও দাবি করেননি যে তিনি আস্থার জায়গায় আছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আনোয়ারুল ইসলাম বলেন, “আমি একা দাবি করতে পারি না যে আমি ভালো, অন্যরা খারাপ। একইভাবে কেউ বলতে পারে না আমি খারাপ আর তারা ভালো। আমাদের সবার জন্যই আস্থার সংকট তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আস্থা পুনরুদ্ধারের কথা। এজন্য প্রতিটি পেশার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা জরুরি। পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা নির্বাচনী কার্যক্রমে ২৪ ঘণ্টা জড়িত থাকেন। নীতিমালার খসড়া যদি আমরা আগে পেতাম, তাহলে আরও ভালোভাবে কাজ করা যেত। প্রত্যেক বিষয়েই বিশ্লেষণ জরুরি, এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

আনোয়ারুলের মতে, অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। মূল লক্ষ্য যেহেতু সবার এক, তাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আরএফইডি’র সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যরা।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD