Logo

নতুন মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিনতে যাচ্ছে সরকার

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০
31Shares
নতুন মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিনতে যাচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে গঠিত নতুন সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি বিলাসবহুল মিতসুবিশি পাজেরো কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আগামী নির্বাচনে গঠিত নতুন সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি বিলাসবহুল মিতসুবিশি পাজেরো কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা করে ধরা হয়েছে। এসব গাড়ি কিনতে খরচ হবে প্রায় ১০১ কোটি ৬১ লাখ টাকা।

এর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনের জন্য কেনা হবে আরও ২২০টি গাড়ি, যার মধ্যে রয়েছে ১৯৫টি পাজেরো এবং ২৫টি মাইক্রোবাস। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৪৪৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ আগস্ট এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।

প্রস্তাবে উল্লেখ করা হয়, বিদ্যমান সরকারি গাড়িগুলো ২০১৫-১৬ অর্থবছরে কেনা হয়েছিল। এগুলো প্রায়শই বিকল হয়ে পড়ছে, ফলে ভবিষ্যতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পালনে সমস্যা হতে পারে। সেই যুক্তিতে নতুন গাড়ি কেনার সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাড়িগুলো সরাসরি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনা হবে। এ ক্ষেত্রে অর্থ বিভাগ শর্ত দিয়েছে, অকেজো গাড়ি বিআরটিএর পরিদর্শনের মাধ্যমে অবসরে পাঠাতে হবে। একই সঙ্গে ক্রয় প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা মেনে চলতে হবে।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনা উঠেছে। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, পরবর্তী সরকারের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “এটি বর্তমান সরকারের দায়িত্ব নয়। সিদ্ধান্তটি অনতিবিলম্বে বাতিল করা উচিত।”

চলতি অর্থবছরের বাজেটে গাড়ি কেনার জন্য বরাদ্দ ছিল ৩২৮ কোটি টাকা। তবে নতুন গাড়ি কেনার অনুমোদিত ব্যয় বরাদ্দের চেয়ে প্রায় ৯৬ কোটি টাকা বেশি হবে, যা অন্য খাত থেকে সমন্বয় করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

নতুন মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিনতে যাচ্ছে সরকার