Logo

৩২০ সাংবাদিককে অনুদান দিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৫
64Shares
৩২০ সাংবাদিককে অনুদান দিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ৩২০ জন সাংবাদিক ও ১৫টি মৃত সাংবাদিকের পরিবারকে মোট ২ কোটি ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ৩২০ জন সাংবাদিক ও ১৫টি মৃত সাংবাদিকের পরিবারকে মোট ২ কোটি ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই অনুদানের চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, গত এক বছরে এ ট্রাস্ট থেকে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিককে মোট ১০ কোটি ৭০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। একইসঙ্গে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত পাঁচ সাংবাদিকের পরিবার ও আহত ১৯২ সাংবাদিককে সম্মাননা স্মারক, সনদপত্র এবং ৫৪ লাখ টাকার আর্থিক সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়া ৩০৫ জন সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি বাবদ ৫৫ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের মাঝে ৫৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সদস্য শাহীন হাসনাত, মো. আলাউদ্দিন এবং প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকার উপস্থিত ছিলেন।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD