Logo

সাত মাসে ৩৬৮ পুলিশ হামলার শিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৩
15Shares
সাত মাসে ৩৬৮ পুলিশ হামলার শিকার
ছবি: সংগৃহীত

২০২৫ সালের প্রথম সাত মাসে সারাদেশে অপরাধ বেড়ে যাওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়েছেন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে অন্তত ৩৬৮টি।

একই সময়ে সারাদেশে বিভিন্ন অপরাধে দায়ের হওয়া মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৭৮৩টি। শুধু খুনের মামলাই হয়েছে ২ হাজার ২৯৩টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ১৩ হাজার ১৩০টি, অপহরণের ঘটনা ৬২৫টি এবং চুরি-ছিনতাইয়ের মামলা হয়েছে ৫ হাজার ৩৮৭টি।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিবেদন বলছে, গণপিটুনির ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। আগস্টে ৩৮টি ঘটনায় ২৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। জুলাই মাসে এ ধরনের ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ জন। নিহতদের মধ্যে অধিকাংশই চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের অভিযোগে প্রাণ হারিয়েছেন।

অপরাধ বিশেষজ্ঞদের মতে, উদ্ধার না হওয়া অস্ত্রগুলো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। তাদের পরামর্শ, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, দেশে একটি অপরাধী চক্র তৈরি হয়েছে যারা অপরাধকেই আয়ের উৎসে পরিণত করেছে। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD