Logo

পাঁচ বছরেই দেশ সোনার খনিতে রূপান্তর করা সম্ভব: বাণিজ্য উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:১৬
13Shares
পাঁচ বছরেই দেশ সোনার খনিতে রূপান্তর করা সম্ভব: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন | ছবি: সংগৃহীত

সঠিক রাজনৈতিক নেতৃত্ব থাকলে মাত্র পাঁচ বছরেই বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন”-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “ভবিষ্যতের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাজারকে পরিচালনা করবে, এটাই আমাদের প্রত্যাশা। নিরপেক্ষ সংস্কার হলে বাজারব্যবস্থা শক্তিশালী হবে এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে।”

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাজার নিয়ন্ত্রণ করা ছিল বড় চ্যালেঞ্জ। রমজান মাসে সরকারের বিভিন্ন বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত প্রচেষ্টায় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছিল, যার ফলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল।

শেখ বশিরউদ্দীন বলেন, “তখন তথাকথিত সিন্ডিকেটের অনেক সদস্য দেশ ছেড়ে পালিয়ে যায়। এমন পরিস্থিতিতেও সরকারের উদ্যোগে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা হয়েছিল।”

তিনি আরও জানান, শেখ হাসিনার পতনের সময় দেশের রিজার্ভ ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার, যার মধ্যে ছয় বিলিয়ন ডলার ছিল ঋণ দায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সব দায় পরিশোধ করার পর বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী, ইউজিসি সদস্য প্রফেসর মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুসলিম চৌধুরী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD