হাইকমিশনের খালি গাড়িতে ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি আক্রান্ত হয়নি বলে নিশ্চিত করেছে হাইকমিশন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ওই দিন মাহফুজ আলম লন্ডনে দুটি অনুষ্ঠানে অংশ নেন।
প্রথম অনুষ্ঠানটি ছিল ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে (SOAS), যা হাইকমিশনের সঙ্গে যৌথভাবে আয়োজিত হয়। সেখানে আওয়ামী লীগের কয়েকজন কর্মী স্লোগান দিলেও উপদেষ্টা নির্ধারিত সময়ে অংশগ্রহণ করেন এবং নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ করেন।
আরও পড়ুন: সাত মাসে ৩৬৮ পুলিশ হামলার শিকার
হাইকমিশনের বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠান শেষে যখন দুটি খালি সরকারি গাড়ি ক্যাম্পাস থেকে বের হচ্ছিল, তখন কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরি করে এবং পরে গাড়িগুলোতে ডিম নিক্ষেপ করে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সরিয়ে দেয়।
পরে মাহফুজ আলম নির্ধারিত সময়ে হাইকমিশনের আরেকটি অনুষ্ঠানে যোগ দেন। হাইকমিশন জানিয়েছে, লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
