Logo

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন ড. ইউনূস

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২৯
23Shares
নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার পাঠানো এক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বগ্রহণকে বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি আরও উল্লেখ করেন, নেপালের জনগণ যে আস্থা ও বিশ্বাস সুশীলা কার্কির প্রতি রেখেছে, তা দেশটির শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য আশাব্যঞ্জক।

তার ভাষায়, “একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে।”

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ড. ইউনূস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন ড. ইউনূস