দেশে তিনটি সুষ্ঠু নির্বাচন হলেও পরাজিতরা মানেনি: আলী রীয়াজ

দেশে অন্তত তিনটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলেও পরাজিত পক্ষ সেগুলো মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
ড. আলী রীয়াজ বলেন, “অন্তত তিনবার সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু পরাজিতরা তা গ্রহণ করেনি। ফলে প্রতিষ্ঠান শক্ত ভিত্তি না পাওয়ায় বাংলাদেশ এখনও পূর্ণ গণতন্ত্রে রূপান্তরিত হতে পারেনি।”
তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য নির্বাচন অবশ্যই প্রয়োজন, তবে শুধু নির্বাচন যথেষ্ট নয়। এর বাইরেও টেকসই রাজনৈতিক সংস্কার দরকার।
অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, জাতীয় ঐক্য থাকলেও তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা জরুরি। তিনি উল্লেখ করেন, “ছাত্রদের ছাত্র আর শিক্ষকদের শিক্ষক হতে দিতে হবে। লেজুড়বৃত্তিক রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, “সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা রয়েছে। এটি দূর করতে আইনি বাধ্যবাধকতা তৈরি করা প্রয়োজন। জনগণ এখন জাতীয় ঐকমত্যের প্রত্যাশা করছে।”
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
