সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ করে চলতি মাসেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, কমিশন ইতোমধ্যেই দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছে। সেখানে বিভিন্ন প্রস্তাব জমা পড়েছে, যেগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, সংলাপ শুরুর অন্তত ১০ দিন আগে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হবে।
কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সংলাপে শৃঙ্খলা বজায় রাখতে সমমনা রাজনৈতিক দলগুলোর জন্য আলাদা সময় নির্ধারণ করা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ছাড়াও সব অংশীজনকে নিয়ে সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়।
এগুলো হলো- জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাগপা। সম্প্রতি আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফিরে আসলেও ইসি কেবল জামায়াতকে পুনরায় নিবন্ধন দিয়েছে।
অন্যদিকে, নতুন ২২টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তদন্ত শেষ হয়েছে। সেসব প্রতিবেদনের পর্যালোচনা শেষে আরও কিছু দল নিবন্ধন পেতে পারে বলে জানা গেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
