Logo

বিশ্ব ইজতেমার সময় নির্ধারণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১৩:১৭
7Shares
বিশ্ব ইজতেমার সময় নির্ধারণ
ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর ফেব্রুয়ারিতে ইজতেমা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা আয়োজক দুই পক্ষ জুবায়েরপন্থি ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ইজতেমার সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হবে। নির্বাচন শেষে উপযুক্ত সময়েই বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন-গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মুসল্লি অংশ নেন। তবে এবারের ইজতেমার সময়সূচি জাতীয় নির্বাচন ঘিরে কিছুটা পেছানো হলো।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD