Logo

জাকির নায়েকের ঢাকা সফর ইস্যুতে ভারতকে জবাব দিল বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১২:০৩
63Shares
জাকির নায়েকের ঢাকা সফর ইস্যুতে ভারতকে জবাব দিল বাংলাদেশ
ডা. জাকির নায়েক | ফাইল ছবি

বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের আসন্ন ঢাকা সফর নিয়ে ভারতের উদ্বেগের পর এবার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে এবং এ বিষয়ে বাংলাদেশ অবস্থান স্পষ্ট করেছে।

তিনি বলেন, আমরাও বিশ্বাস করি, কোনো দেশ অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ডা. জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানটির আয়োজন করছে ‘স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট’, যার সম্ভাব্য ভেন্যু নির্ধারিত হয়েছে রাজধানীর আগারগাঁও এলাকায়।

এর আগে, গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি এবং ভারতে তিনি ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেখানেই যান, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় রাখবে।

বিজ্ঞাপন

নয়া দিল্লির এই বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়। ডা. জাকির নায়েকের ঢাকা সফর যদি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়, তবে এটি হবে তার দীর্ঘদিন পর কোনো দক্ষিণ এশীয় দেশে প্রকাশ্য অংশগ্রহণমূলক সফর।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD