Logo

জাতিকে রক্ষা ও ফ্যাসিবাদ পরাস্তে ঐক্য অটুট রাখতে হবে: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১১:০৭
9Shares
জাতিকে রক্ষা ও ফ্যাসিবাদ পরাস্তে ঐক্য অটুট রাখতে হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ফাইল ছবি

ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে বাংলাদেশকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্য ধরে রাখাই এখন একমাত্র পথ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সকলের মনে রাখতে হবে, রাষ্ট্র সংস্কারের যে অভূতপূর্ব ঐক্য আজ আমরা অর্জন করেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ফ্যাসিবাদী গোষ্ঠী জাতিকে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত, তাই ঐক্য ধরে রাখাই হবে বিজয়ের পথ। গত ১৫ মাস ধরে আমরা ষড়যন্ত্র ও চক্রান্তের মুখেও ঐক্যবদ্ধ থেকে লড়াই করেছি।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, এই দেশকে বাঁচাতে হলে, ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে ঐক্যের বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণ এখন এক বিশাল চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জ মোকাবিলা কোনো ব্যক্তি, সংগঠন বা সরকার একা করতে পারবে না। এজন্য সব রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে সহযোগিতা ও সমঝোতা বজায় রাখা অপরিহার্য।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের প্রশংসা করে বলেন, তারা সফলভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছেন। এটি আমাদের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবময় মাইলফলক।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের দিকনির্দেশক দলিল। এটি শুধু আগামী জাতীয় নির্বাচনকেই সহায়তা করবে না, বরং জাতীয় রাজনীতির কাঠামো ও গণতান্ত্রিক সংস্কৃতির ভিত্তি আরও মজবুত করবে।

ড. ইউনূস জানান, জনগণ এখন গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতির পুনর্জাগরণের অপেক্ষায় আছে। যেখানে কোনো স্বৈরাচারী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না। বরং সবার নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, সবচেয়ে বড় আশার বিষয় হলো- আমরা নিজেরাই এই সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করেছি এবং ঐক্যমত্যে পৌঁছেছি। অতীতে বিদেশিদের মধ্যস্থতায় সংলাপ হয়েছে, কিন্তু এবার আমরা নিজেরাই সংকটের সমাধান করেছি।

তিনি আরও যোগ করেন, বিশ্বকে আমন্ত্রণ জানানো নয়, আমরা বিশ্ববাসীর সামনে আমাদের জাতীয় ঐক্যের দৃষ্টান্ত তুলে ধরেছি। এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়।

সকল রাজনৈতিক দল ও নেতাদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যারা অক্লান্ত পরিশ্রম করে জুলাই সনদ বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, তারা অসম্ভবকে সম্ভব করেছেন, জাতির পক্ষ থেকে তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।

বিজ্ঞাপন

ড. ইউনূস বলেন, জুলাই জাতীয় সনদ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ। পৃথিবীর ইতিহাসে এমন ঐক্যমতের নজির বিরল। এটি অন্যান্য দেশগুলোকেও সংকটমোচনের পথে অনুপ্রেরণা দেবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD