যমুনা অভিমুখে লংমার্চে নামছেন ইবতেদায়ি শিক্ষকরা

দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা এবার যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে শিক্ষক নেতারা অভিযোগ করেন, সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও এখনো পর্যন্ত ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের আওতায় আসেনি। এতে দেশের লাখ লাখ শিক্ষক অবহেলিত অবস্থায় রয়েছেন বলে দাবি করেন তারা।
বিজ্ঞাপন
নেতারা বলেন, আমরা চাই আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দেওয়া হোক। তাহলে আমরা কর্মস্থলে ফিরে যেতে পারব।
তারা আরও অভিযোগ করেন, সরকার বিষয়টিকে দীর্ঘসূত্রিতায় ফেলে রেখেছে, যা তাদের আন্দোলনে নামতে বাধ্য করেছে।
প্রসঙ্গত, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে ধাপে ধাপে জাতীয়করণের সরকারি ঘোষণা বাস্তবায়নের দাবিতে গত ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক প্রতিহিংসার কারণে জাতীয়করণ প্রক্রিয়া আটকে আছে। ঘোষণার নয় মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও রাজপথে নেমেছেন।
তাদের দাবি, অবিলম্বে জাতীয়করণের সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষাব্যবস্থাকে স্থিতিশীল করতে হবে, নইলে আন্দোলন আরও বিস্তৃত হবে।








