Logo

আনুষ্ঠানিকভাবে শুরু জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১৫:৪৭
আনুষ্ঠানিকভাবে শুরু জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন
ফাইল ছবি।

আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখনও প্রায় চার মাস বাকি থাকলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে  শুরু হয়েছে নির্বাচনী ক্যাম্পেইন

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা কার্যক্রম। এর অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে প্রথম টিজার ভিডিও।

টিজারে দেখা যায়, দেশের নাগরিকদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন গুমের শিকারদের পরিবারের প্রতিনিধিত্বকারী ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিটির সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬। দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা করা হবে ভোটের তারিখ। নির্বাচন যেন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য সব প্রস্তুতি আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

গত বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। তবে পূর্ববর্তী তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারে রাখা হবে না বলে সরকারের সিদ্ধান্ত রয়েছে।

 

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD