Logo

ফরিদপুরে সড়ক অবরোধকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২২
8Shares
ফরিদপুরে সড়ক অবরোধকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম । ফাইল ছবি

ফরিদপুরের সংসদীয় আসন পুনর্নির্ধারণকে কেন্দ্র করে চলমান সড়ক অবরোধ প্রসঙ্গে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম স্পষ্টভাবে জানিয়েছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন অবরোধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “রাস্তা অবরোধের অধিকার কারও নেই। এতে লাখ লাখ মানুষ দুর্ভোগে পড়ছে। আজকের মধ্যেই সমাধান না হলে আইন প্রয়োগে বাধ্য হব।”

কোর কমিটির বৈঠকে শারদীয় দুর্গাপূজা, ফরিদপুরের দুটি ইউনিয়ন সংক্রান্ত সমস্যা, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন উপলক্ষে পুলিশের প্রস্তুতি, ছিনতাই-ডাকাতি রোধ এবং সীমান্ত ইস্যু নিয়েও আলোচনা হয় বলে জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, “ফরিদপুরের দুটি ইউনিয়নের আসন পরিবর্তনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। যথাযথ প্রক্রিয়ায় আপত্তি জানানো যেত। কিন্তু রাস্তা অবরোধ করে জনজীবনে ভোগান্তি তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম প্রশ্ন তোলেন, “এই দুই ইউনিয়নে কত ভোটার? অথচ তাদের কারণে লাখ লাখ মানুষ জিম্মি হয়ে আছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ফরিদপুরে সড়ক অবরোধকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা