Logo

পিএসসিকে সহায়তা দিতে ৭৫ কর্মকর্তা সংযুক্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪০
11Shares
পিএসসিকে সহায়তা দিতে ৭৫ কর্মকর্তা সংযুক্ত
ছবি: সংগৃহীত

আসন্ন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) নির্বিঘ্নে সম্পন্ন করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) সহায়তা দিতে ৭৫ জন কর্মকর্তাকে সংযুক্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসব কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয়ের ক্যাডার বহির্ভূত সহকারী সচিব পদে কর্মরত।

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এ উপলক্ষে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত পরীক্ষার কার্যক্রম পরিচালনায় কমিশনকে সহায়তা দিতে এই ৭৫ জন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় পিএসসি সচিবালয়ে সংযুক্ত কর্মকর্তাদের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হবে। এ কর্মশালায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে বিপুল সংখ্যক প্রার্থী অংশ নেবেন। এ কারণে পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে পিএসসি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD