রাতারগুলের টেকসই উন্নয়নে সহায়তা করবে সরকার: আসিফ নজরুল

দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলের অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয়দের জীবনমান উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বিজ্ঞাপন
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক সারোয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল বলেন, রাতারগুল দেশের জন্য অনন্য প্রাকৃতিক সম্পদ। পরিবেশ সমুন্নত রেখে এখানে আরও পর্যটনবান্ধব অবকাঠামো নির্মাণের প্রয়োজন রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আশ্বস্ত করে বলেন, সরকার এ বিষয়ে স্থানীয়দের পাশে থাকবে এবং পর্যটন খাতের উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দেবে।
এর আগে তিনি নৌকায় করে রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভেতরে ঘুরে দেখেন এবং মাঝিদের মুখে স্থানীয় গান শোনেন।
প্রসঙ্গত, রাতারগুল সোয়াম্প ফরেস্টকে ঘিরে প্রতিবছর দেশি-বিদেশি বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। তবে পর্যাপ্ত অবকাঠামো ও টেকসই ব্যবস্থাপনার অভাবে এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে বিশেষজ্ঞরা মত দিয়ে আসছেন।