Logo

দুর্গাপূজা নিয়ে মিথ্যাচার করছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৬
65Shares
দুর্গাপূজা নিয়ে মিথ্যাচার করছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, এখনও পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি, তবে ঢাকাসহ সারা দেশে পূজামণ্ডপের প্রস্তুতি জোরেশোরে চলছে। এই অবস্থায় অপ্রাসঙ্গিক ও মিথ্যা প্রচারণা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতি ও র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, র‍্যাবের কার্যক্রম এখন আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে র‍্যাব প্রশংসনীয় কাজ করছে। তাদের পারফরম্যান্স অতীতের তুলনায় এখন অনেক ভালো।

দেশে পূজামণ্ডপের সংখ্যা ৩৩ হাজারেরও বেশি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দু-একটি জায়গায় সামান্য ঘটনা ঘটতে পারে, তবে সেটি ইচ্ছাকৃত নাও হতে পারে। প্রতিটি পূজামণ্ডপেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিগগিরই আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা জোরদারে।”

বিজ্ঞাপন

পঞ্চগড়ের সাম্প্রতিক একটি ঘটনাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। সেই প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের উচিত হবে এসব মিথ্যা প্রচারণার বিপরীতে সত্য সংবাদ প্রচার করা। পাশাপাশি পূজামণ্ডপ কমিটিগুলোকে সতর্ক থাকতে হবে।”

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনরায় নিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, এই প্রক্রিয়া কোনো নতুন কিছু নয়। অতীতেও নিয়ম মেনে এ ধরনের নিয়োগ হয়েছে, বর্তমানে তা একইভাবে করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD