Logo

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে চার দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩
17Shares
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে চার দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল—প্রভাবশালী পশ্চিমা চার দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান করে আসছে। তার মতে, এ স্বীকৃতি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও ফিলিস্তিনি জনগণকে এখনো আরও পথ অতিক্রম করতে হবে।

তিনি বলেন, “আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম এবং তাদের জনগণকে সমর্থন করে এসেছি, তাই চার দেশের এ স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। এটি নিঃসন্দেহে সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা এখন দেড়শোর বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেল।”

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্সও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তা হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটির সমর্থন পাবে ফিলিস্তিন।

৭৫ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিন ভূখণ্ডের মানুষ নির্যাতনের শিকার। ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন তাদের দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে।

কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির মধ্য দিয়ে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি সরাসরি সমর্থন দিয়েছে ১৫১টি দেশ। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়েও সদস্য দেশগুলোর মধ্যে বিতর্ক হওয়ার কথা রয়েছে

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD