Logo

পর্যটন শিল্পের উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০০
34Shares
পর্যটন শিল্পের উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দক্ষিণ এশিয়ায় পর্যটন খাতে বাংলাদেশ অন্যতম সম্ভাবনাময় দেশ। এ শিল্পের সঠিক বিকাশ নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে উন্নয়নে এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ (শুক্রবার) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব নিরসন, দারিদ্র্য হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী পর্যটন এখন টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে পরিগণিত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও পর্যটন শিল্প সরাসরি ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধান উপদেষ্টা জানান, পর্যটন শিল্পের প্রসার স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করছে, পাশাপাশি ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াচ্ছে। জাতিসংঘের ঘোষিত এ বছরের প্রতিপাদ্য "টেকসই উন্নয়নে পর্যটন" যথার্থ বলে তিনি মনে করেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্য নিদর্শন, জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্যবাহী খাবার এবং আন্তরিক আতিথেয়তা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করার সক্ষমতা রাখে। অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পর্যটন অঞ্চলগুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণ, সম্পদের সঠিক ব্যবহার, প্লাস্টিক পরিহার ও বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD