পিআর আন্দোলন ও প্রতীকের জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবিতে চলমান আন্দোলন এবং ন্যাশনাল কাউন্সিল পার্টি (এনসিপি)-র প্রতীকসংক্রান্ত জটিলতা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহিদ সাটুহল মিলনায়তনে সিবিটিইপি প্রকল্প আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কর্মশালার বিষয় ছিল- “নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়”।
বিজ্ঞাপন
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইন অনুযায়ীই কমিশন সব কাজ করছে এবং করবে। আইন ভঙ্গ করে কমিশন কোনো কাজ করতে পারে না। তাই যেভাবে আইনে বলা আছে, সেভাবেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, অতীতের অভিজ্ঞতা বিবেচনা করে কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে যেন পূর্ববর্তী নির্বাচনে অনিয়মে জড়িত ব্যক্তিদের এবার দায়িত্ব থেকে সরিয়ে রাখা যায়।
বিজ্ঞাপন
কর্মশালায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা।