Logo

“পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে”

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭
15Shares
“পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে”
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববাসীর উদ্দেশে বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এখনই সময়। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

গাজায় চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, চরম জাতীয়তাবাদ, আক্রমণাত্মক ভূরাজনীতি এবং অন্যের দুঃখ-ভোগান্তির প্রতি উদাসীনতা বিগত কয়েক দশকের মানবসভ্যতার অর্জন ধ্বংস করে দিচ্ছে। এর সবচেয়ে ভয়াবহ রূপ আমরা গাজায় প্রত্যক্ষ করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল-স্কুলসহ বসতবাড়ি ধ্বংস করা হচ্ছে। কিন্তু বিশ্ব সম্প্রদায় এ গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

জাতিসংঘের স্বাধীন তদন্ত দলের পর্যবেক্ষণ উদ্ধৃত করে তিনি বলেন, আমাদের চোখের সামনেই নির্মম গণহত্যা সংঘটিত হচ্ছে। মানবজাতির পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া না আসা এক বিশাল ব্যর্থতা। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

বিজ্ঞাপন

এ সময় অধ্যাপক ইউনূস মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল ঘোষণার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD