Logo

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেকটা এগিয়েছে: প্রধান নির্বাচন কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:১৭
28Shares
সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেকটা এগিয়েছে: প্রধান নির্বাচন কমিশনার
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতি অনেকদূর এগিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “আমরা নয়টি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছি। বিশাল ভোটার তালিকা প্রণয়ন শেষ করেছি, ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। নারী ভোটারের ব্যবধানও কমানো সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, এবার নির্বাচনে আইটি-ভিত্তিক ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর ফলে প্রায় ১০ লাখ নির্বাচনকর্মী, যারা দায়িত্ব পালন করায় এতদিন ভোট দিতে পারতেন না, এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। পাশাপাশি হাজতে থাকা ভোটারদের জন্যও ভোটের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

সিইসি বলেন, “আমাদের লক্ষ্য একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। ইতোমধ্যে সংস্কার কমিশনের আলোচনায় অনেক বিষয় উঠে এসেছে। বাকি বিষয়গুলো আপনাদের পরামর্শ থেকে আমরা গ্রহণ করব।”

সংলাপে ১২ জন বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, টিআইবি’র পরিচালক মোহাম্মদ বদিউজ্জামানসহ অন্যরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD