Logo

দুই মাস ধরে পদ নিয়ে অনিশ্চয়তায় আছেন তথ্য উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩৬
19Shares
দুই মাস ধরে পদ নিয়ে অনিশ্চয়তায় আছেন তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম | ফাইল ছবি

দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলোর চাপ এবং বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি ওঠার পর থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা জানান। ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা : রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার এবং দ্য এশিয়া ফাউন্ডেশন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘‘গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব আমি জানি না।’’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতামূলক মনোভাব দেখাতে হবে, যাতে দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধাহীনভাবে কাজ করতে পারেন।

মাহফুজ আলম জানান, মে মাস থেকেই রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাতে থাকে। এ সময় তাদের স্লোগান তিনি নিজের সরকারি বাসভবন থেকেও শুনতে পেতেন।

এ ছাড়া তিনি সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই আইন খসড়া থেকে বিল পর্যন্ত যেতে মোট ১৮টি ধাপ রয়েছে। যদিও তিনি দুই মাস আগে প্রক্রিয়া এগিয়ে নিতে নির্দেশনা দেন, এখনো তা দ্বিতীয় ধাপে আটকে আছে।

বিজ্ঞাপন

শপথ গ্রহণ-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি জানান, যেখানে অনেক উপদেষ্টা দায়িত্ব বুঝে নিতে সময় পেয়েছেন, সেখানে তিনি শুরু থেকেই অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। এমনকি দায়িত্ব নেওয়ার পরদিনই পদ ছাড়তে হতে পারে, এই দ্বিধার মধ্যেও তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই সাংবাদিকতা সুরক্ষা আইন পাস হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD