Logo

কল রেকর্ড ফাঁসের আতঙ্কে ফোনে কথা বলেন না সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫৩
48Shares
কল রেকর্ড ফাঁসের আতঙ্কে ফোনে কথা বলেন না সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁস হওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কোনো ধরনের আলাপ এড়িয়ে চলেন। এমনকি রাজনৈতিক নেতাদের সঙ্গেও ফোনে কথা বলেন না তিনি।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনি সংলাপ শেষে সমাপনী বক্তব্যে সিইসি এ কথা তুলে ধরেন।

তিনি বলেন, "যদি কোনো প্রস্তাব বা পরামর্শ থাকে, তা লিখিতভাবে বা সরাসরি দেখা করে দেওয়া যেতে পারে। আমাদের দরজা সবসময় খোলা। আমি টেলিফোনে কথা বলি না, কারণ বললেই বলা হয় সিইসির কল রেকর্ড ফাঁস হয়ে গেছে। তাই আমি চাই সরাসরি অফিসে এসে মুখোমুখি আলোচনা হোক।"

বিজ্ঞাপন

সিইসি আরও উল্লেখ করেন, টেলিফোনে কথা না বলার কারণে অনেকের কাছে তার বদনাম হয়েছে।

তিনি বলেন, "অনেকেই বলেন, আমি নাকি নেতাদের সঙ্গে কথা বলি না। আসলে আমি কল রেকর্ড ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতেই ফোনে কথা বলি না।"

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD