Logo

দেশের সাত জেলায় বন্যার আশঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৫, ১৭:১০
47Shares
দেশের সাত জেলায় বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন নদ-নদীতে পানির প্রবাহ দ্রুত বাড়তে শুরু করেছে। আগামী দুই দিন প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত সাতটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি নদী, গোমতী, মুহুরী, সেলোনিয়া এবং ফেনীর পানি সমতল উল্লেখযোগ্য হারে বেড়েছে। ধারনা করা হচ্ছে, আগামী দুই দিন এই বাড়তি প্রবাহ অব্যাহত থাকতে পারে।

সবচেয়ে বেশি সংকট তৈরি হতে পারে ফেনী জেলায়। মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কা রয়েছে। এতে নদী-সংলগ্ন গ্রাম ও চাষাবাদের জমি স্বল্পমেয়াদি বন্যার কবলে পড়তে পারে। স্থানীয়ভাবে রাস্তা-ঘাট তলিয়ে যাওয়া এবং জনজীবন ব্যাহত হওয়ারও সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

ফেনী নদীর পানি চট্টগ্রাম অংশে সতর্কসীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলো সাময়িক প্লাবনের সম্মুখীন হতে পারে। যদিও পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, তবু একাধিক গ্রামে বসবাসরত মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা দুই দিন পানি বৃদ্ধির প্রবণতা থাকলেও তৃতীয় দিন থেকে নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। তবে পরিস্থিতি নির্ভর করবে পরবর্তী বৃষ্টিপাতের মাত্রার ওপর।

বিজ্ঞাপন

যদিও আনুষ্ঠানিকভাবে সাত জেলার নাম উল্লেখ করা হয়নি, বন্যা বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম ও ফেনী ছাড়াও কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে। এসব জেলায় নদী-সংলগ্ন গ্রামীণ জনপদে বন্যার প্রভাব পড়তে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ত্রাণ ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। জনগণকে অতি জরুরি প্রয়োজন ছাড়া নদী তীরবর্তী এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD