Logo

সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১৫:১৬
10Shares
সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) রবিবার (৫ অক্টোবর) থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব প্লাস্টিক পণ্য বন্ধে এ উদ্যোগ নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সচিবালয়ে প্রবেশের সময় প্রতিটি প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে কেউ প্লাস্টিক ব্যাগ বা এসইউপি নিয়ে গেলে তা ব্যবহার করতে দেওয়া হবে না। যাদের কাছে নিষিদ্ধ প্লাস্টিক পাওয়া যাবে, তাদের বিকল্প হিসেবে কাগজের ব্যাগ দেওয়া হবে। একইসঙ্গে সচিবালয়ের ভেতর ও প্রবেশপথে সচেতনতা বৃদ্ধির জন্য সাইনবোর্ড বসানো হয়েছে। এ কার্যক্রম তদারকিতে বিশেষ মনিটরিং টিমও কাজ করছে।

বিজ্ঞাপন

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সচিবালয়ের সব মন্ত্রণালয়কে এসইউপি বন্ধে বিশেষ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য বোতল, কাপ, প্লেট, চামচসহ যেকোনো এসইউপি ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কাপড়, পাটজাত বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারে গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

অফিসের সভা-সেমিনারে এসইউপির পরিবর্তে কাগজের কাপ, প্যাকেট এবং পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করতে হবে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিকল্প উপকরণ সরবরাহ করা হবে। এ ছাড়া প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ এবং এসইউপি ব্যবহার পর্যবেক্ষণে মনিটরিং কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামীকাল থেকে সচিবালয়কে সম্পূর্ণ এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবেশ মন্ত্রণালয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD