কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে ইউনূস-লি’র অভিনন্দন বিনিময়

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একে অপরকে অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন। এই বার্তা বিনিময় দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সমন্বিত সহযোগিতা আরও দৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ অক্টোবর) কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন তারা।
চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বার্তায় বলেন, “৫০ বছর আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে জনগণের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। এই ৫০ বছরের সম্পর্ক উদযাপন করার যোগ্য।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বাংলাদেশ দুই দেশের ব্যাপক কৌশলগত সহযোগিতা এবং অংশীদারিত্বকে নতুন উচ্চতায় তুলে ধরার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত মূল্য দেয় এবং ৫০তম বার্ষিকীকে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করার সুযোগ হিসেবে গ্রহণের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের অব্যাহত প্রবৃদ্ধিকে উৎসাহিত করে।
বিজ্ঞাপন