Logo

৫ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ বাণিজ্য দূত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৫, ১৫:৫৯
10Shares
৫ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ বাণিজ্য দূত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন।

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) সকালে তার আগমন নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন।

সফরকালে তিনি সরকারের বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। তার আলোচনার মূল লক্ষ্য হচ্ছে- দুই দেশের অর্থনৈতিক সংস্কার, টেকসই বিনিয়োগ ও দ্বিমুখী বাণিজ্য সম্পর্ককে আরও গতিশীল করা।

বিজ্ঞাপন

ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, ব্যারোনেস উইন্টারটন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় যুক্তরাজ্য-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব, সংস্কার এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়া তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন, যার মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। এসব বৈঠকে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা দেওয়া হবে।

ব্যারোনেস উইন্টারটন সফরকালে ঢাকা ও চট্টগ্রামে অবস্থান করবেন। সেখানে তিনি বিমান চলাচল, উচ্চশিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রতিরক্ষা খাতের বিভিন্ন প্রকল্প ও অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। চট্টগ্রামে যুক্তরাজ্য-সমর্থিত কয়েকটি বিনিয়োগ প্রকল্প সরেজমিন পরিদর্শন করবেন তিনি, যেগুলো কর্মসংস্থান সৃষ্টি ও সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

এই সফরে যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের গুরুত্বও তুলে ধরা হবে। এই কর্মসূচির আওতায় ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে। যা দেশের রপ্তানি খাতকে এলডিসি উত্তরণের পরও প্রতিযোগিতামূলক অবস্থানে রাখতে সহায়তা করবে।

এছাড়া ব্যারোনেস উইন্টারটন ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ও তাদের স্থানীয় অংশীদারদের সঙ্গে সবুজ অর্থায়ন এবং টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

নিজের সফর সম্পর্কে ব্যারোনেস উইন্টারটন বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি শক্তিশালী ও গতিশীল অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। এই সফরের মাধ্যমে আমরা দুই দেশের জন্য উপকারী নতুন বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ অনুসন্ধান করছি।”

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “গত ছয় মাসের মধ্যে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের এটি দ্বিতীয় সফর। এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কার প্রক্রিয়ার প্রতি যুক্তরাজ্যের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD