রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের পথনকশা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বিজ্ঞাপন
রবিবার (৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হয়। মূলত জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও দলগুলোর মধ্যে মতপার্থক্য কতটা ঘুচেছে, তা মূল্যায়ন করাই আজকের বৈঠকের প্রধান উদ্দেশ্য।
কমিশন সূত্রে জানা যায়, দলগুলো চাইলে বিশেষজ্ঞদের প্রস্তাবিত সংস্কার পরামর্শগুলো সংশোধন বা নতুনভাবে উপস্থাপন করতে পারবে। কমিশন সেই পরামর্শগুলো সংকলন করে একটি চূড়ান্ত প্রস্তাব আকারে প্রকাশ করবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে প্রস্তুত হচ্ছে জুলাই জাতীয় সনদের খসড়া। তবে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো চূড়ান্ত ঐকমত্য না হওয়ায় সনদ প্রকাশ বিলম্বিত হয়েছে। এর আগে ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছিল কমিশন, তবে তখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। আজকের বৈঠকে অগ্রগতি না হলে আলোচনার সময় আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।
কমিশনের লক্ষ্য, ১৫ অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ চূড়ান্ত করা।
বিজ্ঞাপন
সূত্র জানায়, কিছু প্রস্তাব নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে। তবে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিষয়গুলো নিয়েই মূল বিতর্ক রয়ে গেছে।
গত ১৭ সেপ্টেম্বরের আলোচনায় কমিশন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী একটি প্রস্তাব উপস্থাপন করে, যেখানে বলা হয়, অন্তর্বর্তী সরকার চাইলে একটি ‘সংবিধান আদেশ’ জারি করে মৌলিক সংস্কারগুলো অবিলম্বে কার্যকর করতে পারে এবং তা পরবর্তী জাতীয় নির্বাচনের দিন গণভোটে অনুমোদনের জন্য উপস্থাপন করা যেতে পারে। কিন্তু বিএনপিসহ কয়েকটি দল এই প্রস্তাবে আপত্তি জানায়।
পরবর্তীতে কমিশন পুনরায় দুই দিন ধরে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে বিষয়টি পুনর্বিবেচনা করে।
বিজ্ঞাপন
আজকের আলোচনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদারসহ কমিশনের অন্যান্য সদস্য উপস্থিত আছেন।