Logo

গাজায় পৌঁছানোর সময় নিয়ে সর্বশেষ যা জানালেন শহিদুল আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৫, ১৬:৪৪
27Shares
গাজায় পৌঁছানোর সময় নিয়ে সর্বশেষ যা জানালেন শহিদুল আলম
ড. শহিদুল আলম | ছবি: সংগৃহীত

গাজা অভিমুখী কনসায়েন্স নৌযানে থাকা বাংলাদেশের আলোকচিত্রী ও ডকুমেন্টারি নির্মাতা ড. শহিদুল আলম জানিয়েছেন, তাদের গন্তব্যে পৌঁছানোর সময়সূচি এখন অনিশ্চিত এবং যাত্রাপথে ইসরাইলি বাহিনীর প্রতিক্রিয়াই নির্ধারণ করবে তাদের ভাগ্য।

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান তিনি।

শহিদুল আলম লিখেছেন, “গাজায় কখন পৌঁছাতে পারব, তা জানতে সবচেয়ে ভালো উপায় হলো আমাদের নৌযানের ট্র্যাকার অনুসরণ করা। আন্তর্জাতিক সংস্থা ‘ফরেনসিক আর্কিটেকচার’ আমাদের বহর কনসায়েন্স ও থাউজেন্ড ম্যাডলিনসের গতিপথ পর্যবেক্ষণ করছে।”

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, “আমরা কবে বা কোথায় আটক হতে পারি, তা বলা কঠিন। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রতিক্রিয়ার ওপর। অতীতে যেমন দেখা গেছে, তারা সাধারণত যাত্রা বাধাগ্রস্ত করে। আমাদের ফেরত পাঠানো বা গ্রেপ্তার করা হতে পারে। সবকিছুই অনিশ্চিত।”

পোস্টে তিনি সাধারণ মানুষের সহায়তা কামনা করে লেখেন, “যদি বিশ্ব নাগরিকেরা ইসরাইলের ওপর মানবিক চাপ সৃষ্টি করেন, তবে আমাদের গাজায় পৌঁছানো সহজ হবে। এখনই সময়, একসঙ্গে দাঁড়ানোর। এটা ন্যায়বিচার ও মানবাধিকারের লড়াই।”

ড. শহিদুল আলম জানান, রবিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছ থেকেও শুভেচ্ছা ও সমর্থনের বার্তা পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি আন্তর্জাতিক উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ ও ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)’-এর যৌথ নৌযান কনসায়েন্স-এ অবস্থান করছেন। এই বহরের উদ্দেশ্য ইসরাইলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তার বার্তা পৌঁছানো।

তবে সাম্প্রতিক সময়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্য একটি বহরের ৪৪টি নৌযান আটক করে ইসরাইলি বাহিনী, যেখানে পাঁচ শতাধিক মানবাধিকারকর্মী ও সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। ফলে শহিদুল আলম ও তার সহযাত্রীদের যাত্রা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD