শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি উন্মোচনে আসছে শ্বেতপত্র

শিক্ষা মন্ত্রণালয়ের অতীতের দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, এ সংক্রান্ত কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
চৌধুরী রফিকুল আবরার বলেন, “বিগত সরকারের সময় শিক্ষা খাতে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র প্রকাশ পাবে এই শ্বেতপত্রে। অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও ঘুষ, মানহীন শিক্ষায় অযৌক্তিক জিপিএ-৫ প্রদান, অবকাঠামো নির্মাণে আর্থিক অনিয়ম এবং এমপিওভুক্তিতে দলীয় প্রভাবের মতো বিষয়গুলোই সেখানে তুলে ধরা হবে।”
বিজ্ঞাপন
তিনি জানান, অভ্যুত্থানের পর থেকে শিক্ষা মন্ত্রণালয় একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও বিজ্ঞাননির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য।
মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা চাই, তরুণরা কেবল পুঁথিগত জ্ঞান নয়, মননের বিকাশেও এগিয়ে থাকুক। আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমেই দক্ষ ও প্রতিযোগিতামূলক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মানসম্মত ও নির্ভুল পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন বিধিমালা তৈরির কাজও চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগের জন্য ইতিমধ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।