Logo

গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল: আলী রীয়াজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৫, ১৭:৫৫
35Shares
গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে গণভোটের পক্ষে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনায় গণভোটের বিষয়ে যে ঐক্য তৈরি হয়েছে, সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের চতুর্থ দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজকের আলোচনায় আমরা একটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য ছিল, তা অনেকটাই দূর হয়েছে। গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়ার বিষয়ে সবাই সম্মত হয়েছেন।”

তিনি আরও বলেন, “দলীয় অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থে একত্রিত হওয়ার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। এটা দেশের গণতান্ত্রিক ধারার জন্য ইতিবাচক দিক।”

বিজ্ঞাপন

কমিশনের কর্মকর্তারা জানান, আলোচনার পরবর্তী ধাপে গণভোটের কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হবে, যাতে সব দলের মতামত অন্তর্ভুক্ত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD